ক্ষুদিরাম বসুর 135তম জন্মবার্ষিকী উদযাপিত হল জামশেদপুরে
Jamshedpur : সাহসী শহীদ ক্ষুদিরাম বসুর 135 তম জন্মবার্ষিকী স্মরণে মঙ্গলবার সকাল 10 টায় ঝাড়খণ্ড বঙ্গভাষী সমন্বয় কমিটি দ্বারা একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কার্যনির্বাহী সভাপতি নেপাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সন্দীপ সিনহা চৌধুরী, পিকে নন্দী, উদয় সোম, রঞ্জিত মিত্র, মিহির দাস, পরিতোষ বোস, গৌতম দাস, পূরবী দত্ত, বনশ্রী সরকার, অরূপ চৌধুরী, শ্যামলী রায় সহ বহু মানুষ অংশ নেন। অনুষ্ঠানে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক সন্দীপ সিনহা চৌধুরী ভারতের স্বাধীনতার সময় শহীদ ক্ষুদিরাম বসুর বীরত্বগাথা সম্পর্কে তথ্য তুলে ধরে উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলের দায়িত্ব আমাদের স্বাধীনতা রক্ষা করতে এই শহীদদের স্মরণ করা। শ্রী চৌধুরী বলেন, মানগো ফ্লাইওভারের কাজ চলায় ক্ষুদিরাম বোস চকের কোনো ক্ষতি না হয় সেদিকে সরকার ও প্রশাসনকে খেয়াল রাখতে হবে।