জামশেদপুরের বিষ্টুপুরে জাঁকজমক ভাবে হবে রাজ্য স্তরের বঙ্গীয় উৎসব
Jamshedpur : ঝাড়খণ্ডে বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের জন্য একটি জমকালো রাজ্য-স্তরের বঙ্গীয় উৎসব 2025, 16 মার্চ বিষ্টুপুর গোপাল ময়দানে আয়োজন করা হবে। এই অনুষ্ঠানটি বঙ্গীয় উৎসব সমিতির তত্ত্বাবধানে আয়োজিত হবে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি অমিত কুমার পাত্র এই তথ্য জানিয়েছেন। ঝাড়খণ্ডের প্রতিটি প্রান্ত থেকে শিল্পী, সাহিত্যিক এবং দর্শকরা এই মহা উৎসবে সমবেত হবেন। রাজ্য বিধানসভার অধ্যক্ষ রবীন্দ্রনাথ মাহাতো প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সকাল 10টায় উৎসবটি শুরু হবে। বঙ্গীয় উৎসব ঝাড়খণ্ডে বাংলা ভাষা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাঙালি লোকশিল্পের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে। বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা তাদের শিল্প প্রদর্শন করবেন। বিষ্টুপুরে কমিটির কার্যালয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বঙ্গীয় উৎসব সমিতির চেয়ারম্যান পার্থ সারথী চ্যাটার্জি, সভাপতি অমিত কুমার পাত্র, কার্যকরী সভাপতি অপর্ণা গুহ, পূরবী ঘোষ, অংশু সরকার, মিথিলেশ ঘোষ, শুভঙ্কর চ্যাটার্জি, অশোক দত্ত, প্রকাশ মুখার্জি, বিনোদ দে, সাধারণ সম্পাদক উত্তম গুহ এবং কোষাধ্যক্ষ অমিত মাইতি সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।